শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ১৩Rajat Bose
বীরেন ভট্টাচার্য, দিল্লি: আধার নিষ্ক্রিয় হওয়া, চোপড়ায় বিএসএফের নালা সম্প্রসারণের কাজ চলাকালীন শিশু মৃত্যু এবং বাংলার আর্থিকভাবে স্পর্শকাতর এলাকাগুলিতে জেলাস্তরে কমিটি তৈরির সিদ্ধান্তের বিরোধিতা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। সোমবার বিকেল ৩টেয় তৃণমূলের ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দেখা করে একটি স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন সুখেন্দুশেখর রায়, প্রতিমা মণ্ডল, দোলা সেন, সাজদা আহমেদ এবং সাকেত গোখলে। বিষয়গুলি নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদরা।
নির্বাচন কমিশনের সঙ্গে আধ ঘণ্টার বৈঠকের পর বাইরে সাংবাদিকদের সুখেন্দুশেখর রায় বলেন, ‘নির্বাচনী ব্যয় সংক্রান্ত যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের, এমনই ধারণা হচ্ছিল আমাদের। কারণ, সেখানে বিষয়টি পরিষ্কারভাবে বলা ছিল না। আজ আলোচনায় জানা গেল, ইডি, শুল্ক দপ্তর, আয়কর দপ্তর ছাড়াও রাজ্য সরকারেরও বিভিন্ন এজেন্সি রয়েছে।’ তিনি জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, সারা ভারতে এই পদ্ধতি কার্যকর করা হবে। সুখেন্দুশেখর জানান, প্রতিদিন হাজার হাজার আধার কার্ড বাতিল করা হচ্ছে। আজও অনেক আধার কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘কোনও আধার কার্ড পুরোপুরি বাতিল, কোনওটাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এভাবে আধার কর্তৃপক্ষ একতরফাভাবে পদক্ষেপ করতে পারে না। এটা বেআইনি।’ আধার আইনের উল্লেখ করে তিনি বলেন, ‘কোনও আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করতে হলে প্রাথমিক তদন্ত করতে হবে এবং তারপর সেই ব্যক্তিকে ডেকে শুনানি করতে হবে। ফলে, কোনও তদন্ত বা শুনানি ছাড়া এই পদক্ষেপ করা সম্পূর্ণ বেআইনি। এটি আধার আইন এবং স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী।’ তিনি জানান, তৃণমূলের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, কোনও নাগরিকের ভোটার কার্ড থাকলেই তিনি ভোট দিতে পারবেন এবং আরও ১১টি সরকারি নথি ব্যবহার করা যাবে।
সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের একটি নির্মীয়মান নর্দমার গর্তে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে ৪ জন শিশু। তৃণমূলের তরফে এটিকে কেন্দ্রীয় বাহিনীর গাফিলতি বলে মন্তব্য করা হয়েছে। সুখেন্দুশেখর বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে বিনা প্ররোচনায় নিরস্ত্র গ্রামবাসীদের ওপর গুলি চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় এবং সেই গুলিতে ৪ জন গ্রামবাসী প্রাণ হারান। আজ পর্যন্ত সেই হত্যাকারীদের তরফে রাজ্য পুলিশ তদন্তে সহযোগিতা পাচ্ছে না। আমরা এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছি যেন, কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের আওতায় থাকে এবং রাজ্য সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ করে।’ তিনি জানিয়েছেন, শীতলকুচির ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর রাখবে নির্বাচন কমিশন।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
এবার থেকে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজকে রূপ দেওয়া যাবে টেক্সটের, কীভাবে ব্যবহার করবেন?...
ভারত-কানাডার কূটনৈতিক উত্তেজনা চড়ছে, এরপর কী হবে...
কোন দেশে পাসপোর্ট বানাতে খরচ সবচেয়ে বেশি? ভারতেই বা খরচ কত? দেখুন হিসাব...
ধাক্কা সামলে ফের নজরে আদানি, রক্তক্ষরণ কাটিয়ে ঘুরে দাঁড়াল সেনসেক্সও...
বায়ুদূষণের মধ্যে নতুন রোগ ভয় ধরাচ্ছে দিল্লিতে, চিন্তিত চিকিৎসকরা...
নেপালের এই ব্যক্তি গাইতে পারেন ১৬০টি দেশের জাতীয় সঙ্গীত, শুনলে চমকে যেতে হবে...
সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে ওড়াল আদানি গ্রুপ, বিজেপি বলছে খামোখা মোদিকে বদনামের চেষ্টা...
একসঙ্গে ১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র, আপনার অ্যাকাউন্ট বিপদে নেই তো? জানুন বিস্তারিত…...
আদিবাসী তরুণীর মুখে মানুষের মল ঢুকিয়ে হেনস্থা, মধ্যযুগীয় নির্মম অত্যাচারের সাক্ষী থাকল ওড়িশা ...
পিকনিকে হুল্লোড়ের মাঝেই ঘটল বিপত্তি, ঘুরতে গিয়ে ডুবে মৃত্যু তিন পড়ুয়ার ...
ঝাড়খণ্ডে ফিরছেন হেমন্তই? নাকি বাজিমাত হিমন্তের কৌশলে? দু' দফার ভোট শেষে সমীক্ষা বলছে বড় কথা...
আগামী পাঁচ বছর মহারাষ্ট্র কার? ফিরছেন উদ্ধব? হাইভোল্টেজ ভোট শেষে বড় ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়...
দিল্লির মতোই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, রাজস্থানের জেলায় জেলায় আতঙ্ক, বড় সিদ্ধান্ত পড়ুয়াদের জন্য...
সিনেমাই এবার বাস্তবে, হারিয়ে যাওয়া বাবাকে কীভাবে খুঁজে পেলেন মেয়েরা শুনলে চমকে উঠবেন...
ভারতের সবথেকে ধীরগতির ট্রেন কোনটি, এই ট্রেনে চড়েছেন আপনিও...